খারকিভে ৫০০ বাসিন্দা নিহত: ইউক্রেন

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর পর আজ বুধবার (১৬ মার্চ) পর্যন্ত টানা ২১ দিনের মতো দেশ দুইটির মধ্যে চলছে সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

এরি মধ্য ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভে এখন পর্যন্ত রুশ হামলায় ৫০০ জন নিহত হয়েছে।

তবে বিবিসির পক্ষ থেকে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর।

গত কয়েক সপ্তাহ ধরে এই শহরটিতে রুশ বাহিনী তুমুল গোলাবর্ষণ করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে এখন পর্যন্ত রুশ হামলায় ইউক্রেনের অন্তত ৬৯১ জন বেসামরিক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত এক হাজার ১৪৩ জন। বিবিসি।