চীন কখনোই ইউক্রেন আক্রমণ করবে না। কিয়েভে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফ্যান জিয়ানরং বৃহস্পতিবার (১৭ মার্চ) এই মন্তব্য করেছেন।
রাশিয়ার চীনের কাছে সামরিক ও অর্থনৈতিক সাহায্য চাচ্ছে এমন রিপোর্টের পর দেশটির পক্ষ থেকে এমন মন্তব্য এলো।
ফ্যান জিয়ানরং লভিভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ম্যাকসিম কোজিটস্কিকে বৈঠকের সময় বলেন, চীন ইউক্রেনে কখনো হামলা চালাবে না।
এমন পরিস্থিতিতে আমরা আমরা সাহায্য করব, বিশেষ করে অর্থনৈতিকভাবে। চীনের এই রাষ্ট্রদূত আরও বলেন, ইউক্রেনের জনগণের বন্ধুত্বপূর্ণ দেশ হচ্ছে চীন।
একজন রাষ্ট্রদূত হিসেবে আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি, চীন সবসময়ই অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ইউক্রেনের জন্য মঙ্গলজনক শক্তি হয়ে থাকবে।
ফ্যান বলেন, চীনা দূতাবাস কিয়েভ থেকে লভিভে চলে গেছে এবং আপাতত সেখানেই থাকবে। সিএনএন।