কিয়েভ দখল রাশিয়ার জন্য ‘আত্মহত্যার’ শামিল!

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছেই অবস্থান নিয়েছে শহরটি ঘিরে এগিয়ে আসা রুশ সেনারা। শহরটি দখলে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

তবে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ বলেছেন, কিয়েভ দখলে নিতে রুশ সেনারা এখন সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে। কিন্তু এই চেষ্টা তাদের জন্য ‘আত্মহত্যা’র শামিল। খবর আল-জাজিরার।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো বুধবার ২৩ মার্চ সকাল ৮টা থেকে রাজধানীতে একটি নতুন কারফিউ ঘোষণা করেছেন।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ সেনারা সামরিক অভিযান শুরু করে গত ২৪ ফেব্রুয়ারি। সেই আগ্রাসন ঠেকাতে মঙ্গলবার (২২ মার্চ) ২৭ দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা।

যুদ্ধে বেসামরিক মানুষরাও অংশ নিয়েছেন। রুম হামলায় ইউক্রেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

দেশটি ছেড়ে অন্তত ৩৩ হাজার মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।