খুলনায় ই‌জিবাইক চালক হত্যা, ৪ জনের যাবজ্জীবন

খুলনায় ইজিবাইকচালক মেহেদী হাসান রাব্বি (২০) হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- লবণচরা বোখারীপড়া এলাকার মীর মোহাম্মাত আলীর ছেলে মো. বাবু হোসেন ওরফে বাবু, দক্ষিণ লবণচরা মদিনাবাদ এলাকার নারি মোল্লার ভাড়াটিয়া মো. জাহিদুল ইসলাম নয়ন,

মাথাভাঙা মোহম্মাদীয়া জামে মসজিদ রোড ফুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাবুল হাওলাদারের ছেলে মো. ফয়সাল হাওলাদার ও দারোগার লিজ এলাকার ডা. মরিয়মের বাড়ির পাশে মো. রফিকুল ইসলামের ছেলে আবু রায়হান। রায় ঘোষণর সময় আসামি রায়হান বাদে বাকি সবাই পলাতক ছিলেন।

বুধবার (৬ এপ্রিল) খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের রাষ্টপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ আগস্ট সকালে লবণচরা থানা এলাকার কুয়েত মসজিদের সামনে ইজিবাইক চালক মেহেদী হাসান রাব্বির মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গল্লামারী পুলিশ বক্সের পেছনের বাসিন্দা রাব্বির বাবা আব্দুর রহিম ব্যাপারী বাদী হয়ে মাসলা করেন। তদন্ত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন মোল্লা ২০১৯ সালের ৩১ জানুয়ারি ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।