আন্দোলনে ছাত্রদলকে ভ্যানগার্ডের ভূমিকায় থাকতে হবে

ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে রাজপথে ছাত্রদলকে ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে।

তার উত্তরার বাসায় ছাত্রদলের নবগঠিত কমিটির নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি-কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল,

সিনিয়র সহ-সভাপতি-রাশেদ ইকবাল খান, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক-রাকিবুল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক-আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া।

বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজ অগ্ৰভাগে থেকে নেতৃত্ব দিয়েছে। দেশ আজ মহাসংকটে।

এ সংকট উত্তরণে ছাত্রদলকে আবার রাজপথে অগ্ৰসেনানীর ভূমিকায় দেখতে চাই। নতুন নেতৃত্ব তা পারবে বলে আমি বিশ্বাস করি।

এসময় ছাত্রদলের নেতারা মহাসচিবকে প্রতিশ্রুতি দিয়ে বলেন, গণতন্ত্র ও আমাদের চেয়ারপারসনের মুক্তি আন্দোলনে জীবন বাজি রেখে রাজপথে থাকব।

পরে মির্জা ফখরুলের হাতে ফুলের তোড়া দেন নবগঠিত কমিটির নেতারা। রোববার ছাত্রদলের আগের কমিটি ভেঙে দিয়ে পাঁচ সদস্যের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।