ইউক্রেনের আরও ভালো অস্ত্র থাকলে আগেই যুদ্ধ শেষ হতো

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যে অস্ত্রটি সবেচেয়ে বেশি ব্যবহার করছে সে তুলনায় ইউক্রেনের কাছে আরও ভালো অস্ত্র থাকলে আমরা আগেই এই যুদ্ধ শেষ করে ফেলতাম।

মঙ্গলবার রাতে ভিডিও বক্তব্যে দেশবাসীর উদ্দেশে জেলেনস্কি আরও বলেন, এটা অন্যায় যে গণতান্ত্রিক বিশ্বের নেতাদের সঙ্গে আমার সব সাক্ষাৎকার

এবং আলোচনায় ইউক্রেন এখনো অংশীদারদের সেসব সঞ্চয় দিয়ে দিতে বলতে বাধ্য হচ্ছে যেগুলো তারা বছরে পর বছর ধরে সঞ্চয় করেছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এই খবর প্রকাশ করেছে।

তিনি বলেন, এসব দেশের কাছে যদি ইউক্রেনের প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ থাকে, তবে হাজারো ইউক্রেনীয়ের জীবন বাঁচানো এবং স্বাধীনতা রক্ষায় সহায়তা করা তাদের নৈতিক দায়িত্ব।

জেলেনস্কি আরও বলেন, আসছে সপ্তাহগুলোতে যদি প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেন অস্ত্র পায় তাহলে তা হাজারো মানুষের জীবন রক্ষা করবে।

এ সময় তিনি জানান, দনবাসের খারকিভ এবং ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রাশিয়ান গুলিবর্ষণের তীব্রতা ব্যাপকভাবে বেড়েছে। এমনকি তারা বেসামরিক স্থাপনাকে টার্গেট করছে।

জেলেনস্কি বলেন, মারিওপোলের সেসব বাসিন্দা, যাদেরকে রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় স্থানান্তরিত করেছিল তাদের ভাগ্যে কি ঘটেছে তা অজানা।