পুতিন-জেলেনস্কিকে বৈঠকে নিতে টেলিফোন করবেন এরদোগান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আলোচনার টেবিলে নিতে দুই নেতাকে টেলিফোন করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুর্কি প্রেসিডেন্ট শুক্রবার এই তথ্য জানান।

ন্যাটো সদস্য তুরস্কের রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে তুরস্ক বিবাদমান দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শুক্রবার ইস্তামবুলে সাংবাদিকদের এরদোগান বলেন, আমরা পুনরায় পুতিন এবং জেলেনস্কির সঙ্গে কথা বলার পরিকল্পনা করেছি। এটা একইদিন কিংবা ভিন্ন ভিন্ন দিন হতে পারে। এই সাক্ষাতে দুই নেতা পর্যায়ে ইস্তামবুলে বৈঠক আয়োজনের প্রক্রিয়া সম্পন্নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এরদোগান বলেন, এখন পর্যন্ত রাশিয়া-ইউক্রেনের মধ্যে সমঝোতা ইতিবাচক। কিন্তু যেমন হওয়া উচিত ছিল তেমনটি হয়নি। তবে এতে তুরস্ক আশাহত না বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: আনাদোলু এজেন্সি