ডেঙ্গু প্রতিরোধ করতে না পারলে হিমশিম খেতে হবে : স্বাস্থ্যের ডিজি

দেশের ডেঙ্গু পরিস্থিতি এখনই প্রতিরোধ করতে না পারলে স্বাভাবিক স্বাস্থ্য সেবা ব্যাহত হবে। এমনকি, পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

বুধবার ২৭ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কর্তৃক আয়োজিত জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ‘প্রাক মৌসুম এডিস সার্ভে-২০২২’ শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা জনসচেতনতা বাড়াতে কাজ করেছি। কারণ, ডেঙ্গু রোগের সংক্রমণ বৃদ্ধির বেশিরভাগ কারণই হলো মানুষের তৈরি।

ডেঙ্গু প্রকোপের প্রকৃতিগত যেসব কারণ রয়েছে, সেগুলো নিয়ন্ত্রণ অনেকটাই কষ্টসাধ্য। তবে আমরা মনে করি, সচেতনতা আমাদের অনেকাংশেই মুক্তি দিতে পারে।

তিনি বলেন, করোনা সংক্রমণে আমরা এখন ভালো পরিস্থিতিতে আছি। সেটি আমাদের অবশ্যই ধরে রাখতে হবে। এ মুহূর্তে যদি আবার ডেঙ্গু সংক্রমণ বাড়ে,

তাহলে পুনরায় আমাদের স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হতে পারে। তাই এর আগাম প্রতিরোধ করতে হবে।

খুরশীদ আলম বলেন, করোনাকালে অসংক্রামক ব্যাধিতে আক্রান্তদের সঙ্গত কারণেই বিড়ম্বনায় ভুগতে হয়েছে। অনেকেই সময়মতো সার্জারিসহ নানা চিকিৎসা নিতে পারেননি।

ক্যানসার ও প্রসূতি মায়েরা সর্বাধিক সমস্যার সম্মুখীন হয়েছে। তাই করোনার মতো আরেকটি চ্যালেঞ্জে যেন আমরা না পড়ি, সে বিষয়ে সতর্ক হতে হবে।