সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ যোদ্ধা নিহত হয়েছেন। বুধবার (২৭ এপ্রিল) এ হামলা চালানো হয়েছে। খবর হার্তেজের।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিহতের মধ্যে পাঁচজন সিরিয়র সেনা রয়েছেন। বাকিরা অন্য দেশের নাগরিক। তবে এ নিয়ে ইসরাইলের সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।

এ ঘটনায় সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে জানিয়েছে, হামলায় বস্তুগত (স্থাপনা) ক্ষতি হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে,

ক্ষেপণাস্ত্রগুলো উত্তর-পূর্ব ইসরাইলের টাইবেরিয়াস শহর থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং বেশিরভাগই সিরিয়ার বিমান প্রতিরক্ষা দ্বারা প্রতিহত করা হয়েছে।

সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে হারানো অঞ্চল ফিরে পেতে ইরান ও রাশিয়ার পাশাপাশি ইরাক, লেবানন ও আফগানিস্তানের আধাসামরিক বাহিনীর শক্তির ওপর নির্ভরশীল। সিরিয়ায় ইরানের প্রভাব থাকায় ইসরাইল নিয়মিত দেশটিতে হামলার টার্গেট করেছে।