যশোরে যুবলীগের ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা

যশোরে যুবলীগের ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। শনিবার সাড়ে চারটার দিকে শহরের রেলগেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

এসময় কামরুজ্জামান মামুন নামে এক যুবলীগ নেতা ছুরিকাহত হন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কামরুজ্জামান মামুন শহরের চাঁচড়া রায়পাড়ার মৃত মোশাররফ হোসেনের ছেলে এবং যশোর জেলা যুবলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক।

ঘটনার পরপরই ওই স্থানে প্রতিবাদ সমাবেশ করেছেন যুবলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। হাসাপাতালে চিকিৎসাধীন মামুন অভিযোগ করেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগ সম্পাদক হোসেন বিপুল উদ্যোগে শহরের রেলগেট এলাকায় ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় কাউন্সিলর হাজী সুমনের উপস্থিতিতে সন্ত্রাসী শুভ, সাগর, মামুন, রনিসহ বেশ কয়েকজন হামলা করে। বাধা দিলে তারা আমাকে ছুরিকাহত করে। এসময় স্থানীয়রা আমাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জসিম উদ্দিন বলেন, মামুন নামে একজন ছুরিকাহত হয়েছেন। এখন তিনি শঙ্কামুক্ত।

কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক রেলগেট এলাকায় সমাবেশ করে যুবলীগের নেতাকর্মীরা।

এসময় বক্তব্য দেন এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, ত্রাণ ও পুনবাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেদ হোসেন নয়ন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, শরীফ আব্দুলাহ আল মাসুদ হিমেল, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন অধিকারী, সাবেক উপ শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, সাবেক উপ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম বনি, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক ওবাদুল ইসলাম রাকিব, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, জেলা ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি রুহুল কুদ্দুস, ছাত্রলীগ নেতা একরামুল কবীর দ্বীপ, শফিকুল ইসলাম শফিক প্রমুখ।