পহেলা মে চাঁদ দেখার সম্ভাবনা নেই: পাকিস্তান

eid moon

অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ঈদের ঘোষণা দেয়া হয়েছে। অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল বলছে, আমরা স্থানীয় ও বৈশ্বিক পর্যবেক্ষণ শেষে রোববারকে রমজানের শেষ দিন ঘোষণা করছি।

অর্থাৎ ২ মে হবে শাওয়াল মাসের প্রথম দিন। পাকিস্তানের আবহাওয়া অধিদফতর বলছে, পহেলা মে সন্ধ্যায় সম্ভবত শাওয়ালের চাঁদ দেখা যাবে না। ভারত, পাকিস্তান ও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো ঈদের চাঁদ দেখার প্রস্তুত রয়েছে।

পশ্চিমা দেশগুলো গ্রেগরিয়ান পঞ্জিকা অনুসরণ করলেও ইসলামিক ক্যালেন্ডার চাঁদ দেখার ওপর নির্ভর করে। সূর্য মাসের চেয়ে চান্দ্র মাস সংক্ষিপ্ত হওয়ায় চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ও ঈদুল ফিতর দশ বা এগারো দিন আগে পালিত হয়।

গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, অধিকাংশ দেশে ২ মে ঈদুল ফিতর উদযাপিত হবে। বিশেষ করে যেসব দেশে ২ এপ্রিল থেকে রোজা পালন করা হচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, ৩০ এপ্রিল চাঁদ দেখা অসম্ভব। কারণ চাঁদ সূর্যের আগে অস্ত যাবে। রমজানের রোজা শেষে মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯ কিংবা ৩০ দিন মুসলমানরা সাধারণত রোজা রাখেন।