ইউক্রেনের ১৭ সামরিক স্থাপনায় হামলা, ২০০ সেনা নিহত: রাশিয়া

ইউক্রেনের ১৭ টি সামরিক স্থাপনায় উচ্চ নির্ভুল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এতে ইউক্রেনের ২০০ এর বেশি সেনা নিহত হয়েছে। ৩০ এপ্রিল এই হামলা চালানো হয়েছে বলে রাশিয়ার সশস্ত্র বাহিনী দাবি করেছে।

হামলায় ইউক্রেনের একটি কমান্ড পোস্ট, রকেট এবং আর্টিলারি সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি গুদামও ধ্বংস হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

এক অনলাইন পোস্টে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দিনভর বিমান হামলায় ইউক্রেনের ২০০ এর বেশি সেনা নিহত হয়েছে এবং ২৩ টি সাঁজোয়া যানও ধ্বংস হয়েছে।

তবে এই পোস্টে ইউক্রেনের ওডেসা বিমানবন্দরে হামলার কথা উল্লেখ করেনি রাশিয়া। ইউক্রেনের স্থানীয় গভর্নর বলেছে, রাশিয়ান মিসাইল হামলা এই বিমানবন্দর অকেজো হয়ে পড়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৬৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত।

এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।