বিষয়খালীতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালীতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। একমাস সিয়াম সাধনার পর পূর্বনির্ধারিত বিষয়খালী বাজার ঈদগাহ ময়দানে সকাল ৮:৩০ মিনিটে ইউনিয়নের সর্ববৃহৎ ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল থেকে বৈরী আবহাওয়া আর টানা বৃষ্টির কারণে মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

দক্ষিণপাড়া পুরাতন জামে মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯ টায়। এতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ওহিদুল ইসলাম। একই মসজিদে ঈদের দ্বিতীয় জামাত সকাল ৯ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় জামাতের ইমামতি করেন ঝিনাইদহ বিকাশ কেয়ারের কাস্টমার ম্যানেজার মাওলানা জুবায়ের হোসেন সবুজ।এসময় ঈদের নামাজে মসজিদে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার ৭নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া,

কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলেমান সরদার,বিষয়খালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সরদার মোঃ সাজেদুজ্জামান সাজ্জাদ, মহারাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, ঝিনাইদহ সোনালী ব্যাংক শাখার কর্মকর্তা রিন্টু, সাংবাদিক বসির আহাম্মেদ,

শিক্ষক শাহাজাহান আলীসহ অত্র এলাকার সর্বস্তরের উপস্থিত ছিল। এর আগে বিষয়খালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয় সকাল ৯ টাশ এতে ইমামতি করেন বিষয়খালী হাজী আম্বর আলী হাফিজিয়স মাদ্রাসার মুহতামিম ও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আনিসুর রহমান। উল্লেখ্য, বিষয়খালী গ্রামে ৪টি মসজিদে ৫টি ঈদুল ফিতরের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।