রুশ বাহিনী আনগাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে: ইউক্রেন

রুশ বাহিনী ইউক্রেনে আনগাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনের রাষ্ট্রীয় সীমান্ত পরিষেবা এ তথ্য জানায়।

মঙ্গলবার সন্ধ্যায় ইউক্রেনের রাষ্ট্রীয় সীমান্ত পরিষেবার বরাত দিয়ে আলজাজিরা জানায়, সুমি এবং চেরনিহিভ সীমান্ত অঞ্চলে গোলাবর্ষণ করেছে। রুশ বিমানগুলো সুমি অঞ্চলের সীমান্ত অঞ্চলে দুবার আনগাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তারা রাশিয়ান গ্রাম নোভে ইয়ুরকোভিচি থেকে চেরনিহিভ অঞ্চলে মর্টার থেকে গুলি ছুড়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের শুরুতে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে সামরিক তৎপরতা জোরদার করে। কিন্তু প্রায় দুমাসেও কিয়েভ দখল করতে পারেনি রাশিয়া।

এ সময় রাশিয়ান বাহিনী ইউক্রেনীয় বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে পড়ে। পরে রাশিয়া জানায়, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসে অভিযানে মনোযোগ দেবে। এখন দোনবাসকে কেন্দ্র করে রাশিয়ার সামরিক তৎপরতা চলছে।

রাশিয়ার এ অগ্রসানে ইউক্রেন থেকে প্রায় ৫০ লাখের বেশি লোক পালিয়ে গেছে। হতহত হয়েছে অনেক মানুষ।