‘ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদান রাশিয়ার জন্য হুমকি’

ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানের পরিকল্পনা অবশ্যই রাশিয়ার জন্য হুমকি। ন্যাটোর সামরিক ব্লকের এই সম্প্রসারণ ইউরোপ বা বিশ্বকে স্থিতিশীল করবে না।

রাশিয়ার পক্ষ থেকে এই মন্তব্য করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) বিবিসি লাইভের এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ন্যাটোতে যোগদানের জন্য ফিনল্যান্ডের নেওয়া পদক্ষেপগুলো অনুশোচনার কারণ।

তিনি আরও বলেন, ফিনল্যান্ড রাশিয়ার বিরুদ্ধে ‘অবন্ধুসুলভ পদক্ষেপ’ নিয়েছে। রাশিয়া কি ধরনের পদক্ষেপ নিতে পারে-এমন প্রশ্নের জবাবে পেসকোভ বলেন, ন্যাটোর সম্প্রসারণ কিভাবে হয় তার ওপর সবকিছু নির্ভর করছে। সামরিক অবকাঠামো কতটা আমাদের সীমান্তের কাছাকাছি চলে যায়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৭৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত।

এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত ক্রমশ জোরদার হয়েছে।