রুশদের হটাতে ইজিয়ামে ইউক্রেনের অভিযান শুরু

দোনবাসের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ইজিয়াম থেকে রুশ সেনাদের হটাতে অভিযান শুরু করেছে ইউক্রেনীয় সেনারা। খারকিভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সায়নেগুবোভ জানিয়েছেন এমন তথ্য।

খবর বিবিসির। টেলিগ্রামে দেওয়া একটি ভিডিওতে ওলেহ সায়নেগুবোভ বলেছেন, কিছু অবস্থান থেকে পিছু হটছে রুশ সেনারা।

এদিকে খারকিভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধানের এমন দাবির বিষয়টি নিশ্চিত করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্সেস।

রাশিয়ার সেনারা গত ১ এপ্রিল গুরুত্বপূর্ণ ইজিয়াম দখল করে এরপর থেকে এ শহরটি তাদের দখলেই আছে।

ম্যাক্সিম স্টারলিংক নামে ইজিয়ামের সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছিলেন, যুদ্ধে ইজিয়াম শহরের প্রায় ৮০ ভাগ স্থাপন ধ্বংস হয়ে গেছে।

তার বিশ্বাস এখনো ইজিয়ামে ১০ হাজার থেকে ১৫ হাজার লোক আছেন। এদিকে শনিবার খবর বের হয় ইউক্রেনীয় সেনাদের প্রতিরোধের মুখে খারকিভ থেকে পিছু হটতে বাধ্য হয়েছে রাশিয়ার সেনারা।

এরপরই খবর বের হলো এখন ইজিয়াম থেকে রুশদের হটানোর অভিযান শুরু করেছে ইউক্রেন।

সূত্র: বিবিসি