মাদকসেবী প্রমাণিত হলে ছাত্রলীগ থেকে বহিষ্কার : আমু

amir hossain Amu
ফাইল ছবি

মাদকসেবী প্রমাণিত হলে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হবে জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, মাদকসেবীরা নিজেদের পাশাপাশি পরিবার,

সমাজ ও রাষ্ট্রের অপূরণীয় ক্ষতির কারণ। কেউ যদি মাদকসেবী হয় তাকে ছাত্রলীগে স্থান দেয়া হবে না। আর মাদকসেবী প্রমাণিত হলে তাকে ছাত্রলীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হবে।

সোমবার ঝালকাঠি সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, মিয়ানমারসহ আন্তর্জাতিকভাবে বাংলাদেশে মাদক ঢুকিয়ে আমাদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় তরুণ প্রজন্মকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।