কালীগঞ্জে আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’-এই শ্লোগানে ঝিনাইদহের কালীগঞ্জে আনসার ভিডিপির উপজেলা সমাবেশ-২০২২ অনুষ্ঠিত
হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করেন কালীগঞ্জ উপজেলা আনসার ভিডিপি অফিস।

এতে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা
নির্বাহী কর্তকর্তা সাদিয়া জেরিন। প্র্ধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ারুল আজীম আনার এমপি। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত
ছিলেন আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ আশিকউজ্জামান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর সিদ্দিক, মেয়র আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, ওসি আব্দুর রহিম মোল্লা,

কালীগঞ্জ উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র শাহ ও সদর উপজেলার আনসার কর্মকর্তা মোঃ ফরহাদসহ বিভিন্ন পর্যায়ে ২শত আনসার ভিডিপি সদস্য-সদস্যা।

সমাবেশ শেষে আনসার ভিডিপি সংগঠনের ভাল কাজের স্বীকৃতি সরূপ পৌর এলাকার ২নং ওয়ার্ড
দলনেতা মো: সুমন হোসেনকে ১টি বাইসাইকেল ও ১নং ওয়ার্ড দলনেত্রী মোছা: সুপানা খাতুনকে ১টি সেলাই মেশিন প্রদান করা হয়।

সেসময় উপস্থিত আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষদেরকেও বিভিন্ন উপহার সামগ্রী দেয়া হয়।

আর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা ঘোষনা করা হয়। বক্তারা বলেন, আনসার ভিডিপি বাংলাদেশের একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যার আনুমানিক সদস্য সংখ্যা প্রায় ৬১ লক্ষ।

এটি পৃথিবীর সর্ববৃহৎ একক বাহিনী। যার মূল দায়িত্ব হচ্ছে দেশের অভ্যন্তরে নিরাপত্তা রক্ষা ও আর্থসামাজিক উন্নয়ন। যার ফলে তৃণমূল পর্যায় থেকে প্রশাসনকে সহযোগিতা করে থাকেন
আনসার ভিডিপির সদস্যরা।

চলতি অর্থ বছরে করোনা ভাইরাস মোকাবেলায় এ উপজেলাতেও আনসার ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ন ভুমিকা রাখা,আর্থসামাজিক উন্নয়ন ও নিরাপত্তা রক্ষায় বিশেষ ভুমিকা পালন করেছেন।