এলজিইডি যশোর রিজিয়নের জন প্রতিনিধিদের ট্রেনিং ওয়ার্কশপ 

বৃহত্তর যশোর অঞ্চলের মেয়র উপজেলা চেয়ারম্যান ও জন প্রতিনিধিদের নিয়ে একদিনের এক ট্রেনিং ওয়ার্কশপ আজ বুধবার সকালে যশোর এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিকী হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এলজিইডির যশোর রিজিয়নের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার মোঃএজাজ মোর্শেদ,চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।ট্রেনিং ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,

খুলনা বিভাগের অ্যাডিশনাল ইঞ্জিনিয়ার মো শেখ মুজাক্কা জাহের। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ বর্তমান উন্নয়নের রোল মডেল হয়েছে। এদেশ আগামী ২০৪০ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,এলজিইডির হেডকোয়ার্টারের সুপারেন্টেন ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল ইসলাম, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, মোঃ গোলাম ইয়াজদানী, বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন এলজিইডির যশোরের নির্বাহী প্রকৌশলী এ, কে, এম আনিসুজ্জামান প্রমুখ।

একদিনের এক ট্রেনিং ওয়ার্কশপে যশোর অঞ্চলের যশোর ঝিনাইদহ মাগুরা জেলার জেলা-উপজেলার মেয়র চেয়ারম্যান ও জনপ্রতিনিধিসহ ৩৬ জন প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।