রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৮ মে) সকাল ৬টা থেকে রোববার (২৯ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, আসামিদের কাছ থেকে ৯ হাজার ৬০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৮৪ গ্রাম ৬০ পুরিয়া হেরোইন,

৪৭ কেজি ৭৫ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ৪৭ বোতল ফেনসিডিল, ৩ বোতল দেশিমদ ও ১ গ্রাম নেশাজাতীয় আইস জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান হয়।