যশোরে ছাগল সহ দুই চোর আটক, গণধোলাই

বাড়ি থেকে ছাগল চুরি করে পালানোর সময় দুই যুবককে আটক করে গণপিটুনি দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল যশোর সদর উপজেলার হামিদপুর বাজারে। এ ঘটনায় মামলা হয়।

আটক দুই যুবক হলো, ঝুমঝুমপুর পিন্টুর মোড়ের মৃত হারুন হোসেনের ছেলে তারেক হোসেন (৩৫) ও ঝুমঝুমপুর কলোনীপাড়ার মীর আলমগীর হোসেন সুদ্ধুর ছেলে ইমরান হোসেন ইমন (২২)।

সুলতানপুর গ্রামের আতিয়ার রহমান অভিযোগ করেছেন, তার একটি লালচে রং এর দাড়ি ছাগল আছে। যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ছাগলটি বাড়িতে রাখার স্থানে রেখে ঘুমিয়ে পড়েন।

পরদিন বুধবার সকাল পৌনে ৬টার দিকে ঘুম থেকে উঠে দেখেন ছাগলটি নেই। পরে তিনি লোক মারফর জানতে পারেন, হামিদপুর বাজারে পথচারিরা একটি ছাগলসহ দুইজনকে আটক করে রেখেছে। তিনি সেখানে পৌছে নিজের ছাগল বলে সনাক্ত করেন। এবং পুলিশে সংবাদ দিলে পুলিশ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, ছাগল চুরির অভিযোগে আটক দুই যুবক গণপিটুনির শিকার হয়েছিলেন।