ইউক্রেনে সেনাবাহিনীর জ্বালানি ট্যাংকে রাশিয়ার হামলা

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ শহরে উচ্চ-নির্ভুল ক্ষমতাসম্পন্ন অস্ত্র দিয়েছে হামলা চালিয়েছে রুশ বাহিনী। শহরটিতে ইউক্রেনের সেনাবাহিনীর জ্বালানি ট্যাংক ও সামরিক সরঞ্জামে এই হামলা চালানো হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৩ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে এতে কি পরিমাণে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। এছাড়া ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার এই দাবি নিয়ে মন্তব্য করা হয়নি।

তবে এর আগে মিকোলাইভের মেয়র ওলেকসান্দার সেনকিভিচ টেলিগ্রাম পোস্টে লিখেন, শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১২০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।