ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার -পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক সালমা সেলিম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বন্ধে সমাজের সর্বস্তর থেকে এগিয়ে আসার আহ্বান জানান।