‘আজকের দিন শেষ হওয়ার আগেই ইউক্রেন যুদ্ধ থেমে যাবে যদি…’

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, রাশিয়া-ইউক্রেনের মধ্যে আজকের দিন শেষ হওয়ার আগে যুদ্ধব্গ্রিহ থেমে যাবে, যদি ইউক্রেন উগ্রজাতীয়তাবাদী এবং তাদের সেনাদের অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দেয়। খবর টাস নিউজের।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সোমবার বলেন, তিনি চান এ বছর শেষ হওয়ার আগে এবং শীতকাল শুরু হওয়ার আগে যুদ্ধ থেমে যাক।

জেলেনস্কির এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে কথা বলেছেন দিমিত্রি পেসকোভ।

তিনি বলেন, ইউক্রেন সবকিছু থামিয়ে দিতে আজকের দিন শেষ হওয়ার আগেই। একটি নির্দেশ প্রয়োজন জাতীয়তাবাদীদের অস্ত্র ফেলে দেওয়ার জন্য। একটি নির্দেশ প্রয়োজন ইউক্রেনের সেনাবাহিনীর অস্ত্র ফেলে দেওয়ার জন্য এবং তাদের অবশ্যই রাশিয়ার সব দাবি মেনে নিতে হবে। এরমাধ্যমে দিন শেষ হওয়ার আগেই সবকিছু (যুদ্ধ) থেমে যাবে।

দিমিত্রি পেসকোভ আরও বলেন, প্রেসিডেন্ট পুতিন যেমনটি বলেছেন তাদের বিশেষ সামরিক অভিযান সেই অনুযায়ী চলছে এবং অভিযানের লক্ষ্য অর্জিত হবে।

সাংবাদিকরা জিজ্ঞেস করেন সামরিক অভিযান শেষ করার কোনো নির্দিষ্ট সময় ঠিক করা হয়েছে কিনা।

এ প্রশ্নের জবাবে দিমিত্রি পেসকোভ বলেন, না।