কমলাপুর স্টেশনে চতুর্থ দিনে ভিড় আরও বেশি

টানা চতুর্থ দিনের মতো ঈদুল আজহা উপলক্ষে ঢাকা (কমলাপুর) রেল স্টেশনে সকাল ৮টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে গত তিনদিনের চেয়ে দীর্ঘ লাইনে টিকিটের অপেক্ষায় রয়েছেন যাত্রীরা।

সোমবার (৪ জুলাই) কমলাপুর রেল স্টেশনে অগ্রিম এ টিকিট বিক্রি শুরু হয়। ঈদ যাত্রার ৮ জুলাইয়ের টিকিট বিক্রি হচ্ছে আজ।

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন সকাল থেকেই টিকিট প্রত্যাশীদের ভিড়ে মুখরিত। স্টেশনে রবিবার (০৪ জুলাই) রাত ৯টা থেকেই অনেকে লাইনে দাঁড়িয়েছেন। ইতোমধ্যে কয়েকজন পেয়েছেন টিকিট।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবার ঈদে ছয় জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হচ্ছে। গতবাররের মত এবারও ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ টিকিট মিলছে অনলাইনে।

কাউন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই ৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।