শেখ হাসিনার কারাবন্দী দিবসে যুবলীগের মিলাদ ও দোয়া মাহফিল

যশোরে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী ও গণতন্ত্রের অবরুদ্ধ দিবসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জুলাই) জেলা যুবলীগের আয়োজনে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এ সময় গণতন্ত্রের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘ আয়ূ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ আয়োজনে জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসানের সভাপতিত্বে ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা যুবলীগ নেতা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলন, অর্থ সম্পাদক ফিরোজ আলম, স্বাস্থ বিষয়ক সম্পাদক মারুফ হোসেন বিপুল, ত্রাণ ও পুনঃবাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, শ্রম ও দুর্যোগ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান মামুন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ-প্রচার সম্পাদক মেজবাহ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিএম জাকির হোসেন, শফিকুল ইসলাম সোহাগ, জাবের হোসেন জাহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজান কবীর শিবলু, আহসানুল করীম রহমান, শরীফ এ মাসউদ হিমেল, পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন অধিকারী, উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম বনি, উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, মুক্তিযোদ্ধা জেলা সাংগঠনিক সম্পাদক গাজী রায়হান মৌমন, শহর শাখা সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা বিলায়েত হোসেন।