কালিয়াকৈরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

 

গাজীপুরের কালিয়াকৈরে একটি যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। উপজেলার মাকিষবাথান ‘টি অ্যান্ড টি বটতলা’ নামক স্থানে শনিবার রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার শেখবাড়ি এলাকার আয়ুব আলীর ছেলে নজরুল ইসলাম (২৭), বরগুনা জেলার সদর থানার আংগারপাড়া এলাকার মমিনউদ্দিন শিকদারের ছেলে মেহেদী হাসান (৪৪), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৃত আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (৪৪) ও একই থানার লতিফপুর এলাকার বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২৭) এবং যশোর জেলার ঝিকরগাছা থানার দহর মাঞ্জড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে শাহিন উদ্দিন (২৮)।

জানা যায়, কালিয়াকৈর থেকে ছেড়ে যাওয়া ইতিহাস পরিবহনের একটি বাস মাকিষবাথান এলাকায় পৌঁছালে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোতে থাকা পাঁচ জনের মধ্যে দুই জন ঘটনাস্থলেই নিহত হয়। অপর তিন জনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকেই মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রাহাত আকন্দ সমকালকে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।