শৈলকুপা উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের প্রার্থী বিজয়ী

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী এম আব্দুল হাকিম আহমেদ ৬৯ হাজার ৬’শ ৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আনারস প্রতিকের আরিজ রেজা মন্নু পেয়েছেন ১৪ হাজার ১ ভোট, মোটর সাইকেল প্রতীক নিয়ে আনিচুর রহমান পেয়েছেন ৯’শ ২৯ ভোট।ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার মোহাক আঃ সালেক জানান,শৈলকুপা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৯৬ হাজার ৬’শ ৫৪ জন।এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪৯ হাজার ১’শ ৮ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৪৭ হাজার ৫’শ ৪৬ জন। রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করেন ভোটাররা। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় ভোটগ্রহণ। তবে সকাল থেকে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্টরা। ১২ জন ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনের দ্বায়িত্ব পালন করেন।উল্লেখ্যঃ ২০২০ সালের ৪ নভেম্বর শিকদার মোশাররফ হোসেন সোনা মারা যাওয়ার পর ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হয় তার স্ত্রী শিকদার শেফালি বেগম। পরবর্তীতে চলতি বছরের ১৬ মে শিকদার শেফালি বেগম মারা গেলে পদটি আবারো শুন্য হয়।