ঝিনাইদহের তিন যুবক টিটিসি’র প্রশিক্ষণ নিয়ে জাপানে চাকরি পেলো

 

ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জাপানিজ ভাষা শিক্ষা কোর্সের প্রশিক্ষনার্থীরা বিনা টাকায় জাপানে চাকরি করার সুযোগ লাভ করছে।এর আগে বেশ কয়েকজন জাপানের বিভিন্ন কোম্পানীতে চাকরি নিয়ে চলে গেছে। বৃহস্পতিবার আরো তিন জন প্রশিক্ষণার্থী জাপানের ভিন্ন ভিন্ন কোম্পানিতে চুড়ান্ত ভাবে নির্বাচিত হন। এরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের আসাননগর গ্রামের ফুরকান আহমেদ, শৈলকুপার ভাটই গ্রামের আতিকুর রহমান ও আলমডাঙ্গা গ্রামের মেহেদী হাসান। বৃহস্পতিবার ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রুস্তম আলী প্রশিক্ষনার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অধ্যক্ষ রুস্তম আলী জানান, এ সব বেকার যুবক জাপান গিয়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলের পাশাপাশি নিজেদেরকে দক্ষতার সাথে গড়ে তুলতে পারবে।