ব্যর্থ সফর শেষে আজ ফিরছেন তামিমরা

 

জিম্বাবুয়ে সফর এবার দুঃস্বপ্নই উপহার দিয়েছে বাংলাদেশ দলকে। শ্রেয়তর দল হওয়ার পরও দুই ফরম্যাটেই স্বাগতিকদের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। ক্রিকেটারদের ব্যর্থতা দলকে ডুবিয়েছে। দলীয় স্বার্থ রক্ষায় অক্ষম ছিলেন অনেক ব্যাটসম্যান। কারো কারো ব্যাটিংয়ে ফুটে উঠেছে ব্যক্তিগত অর্জনের লোভ। আবার অনেকে প্রস্তর যুগের ব্যাটিং করে দলের হার ডেকে এনেছেন।

বোলাররাও দলকে প্রয়োজনীয় সার্ভিস দিতে পারেননি। টি-২০ ও ওয়ানডেতে জিম্বাবুয়ের ব্যাটসম্যান সিকান্দার রাজার ব্যাটের দাপটে চাপা পড়েছেন সবাই। দুই ফরম্যাটেই ২-১ এ সিরিজ হেরে যাওয়া বাংলাদেশ দল আজ দেশে ফিরছে। ব্যর্থ মিশন শেষে আজ বিকাল ৫টায় ঢাকায় নামবেন তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদরা।

দেশে ফিরে কয়েক দিনের বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। তবে এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে ক্যাম্পে যোগ দিতে হবে, মিরপুর স্টেডিয়ামে অনুশীলন চলবে। কোচিং স্টাফের সদস্যরা সবাই চলে আসবেন আগামী ১৯ আগস্ট। পরদিনই জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় কোচদের সঙ্গে মিটিং করবেন বিসিবির পরিচালকরা।