ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রের ক্ষতিসাধন হবে আত্মঘাতী: গুতেরেস

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিজ্জিয়া পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে লড়াইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, পারমাণবিক কেন্দ্রটির যে কোনও ক্ষয়ক্ষতি হবে আত্মহত্যার শামিল। বৃহস্পতিবার (১৮ আগস্ট) লভিভ শহরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর জাতিসংঘ মহাসচিবের সঙ্গে জেলেনস্কির এটিই প্রথম বৈঠক।

ত্রিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেনের জাপোরিজ্জিয়া পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ‘আরেকটি চেরনোবিল’ বিপর্যয়ের আশঙ্কার কথা জানান এরদোয়ান। তিনি বলেন, ‘আমরা উদ্বিগ্ন। আমরা আরেকটি চেরনোবিল চাই না।’ এরদোয়ান ও গুতেরেস উভয়েই মূলত একই উদ্বেগের প্রতিধ্বনি করেন।

গত মার্চে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির দখল নিতে সমর্থ হয় রাশিয়া। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কেন্দ্রটির আশেপাশের এলাকায় সংঘাত জোরালো হয়ে উঠেছে। ভারী কামানের গোলাগুলির শব্দও পাওয়া গেছে। হামলার জন্য মস্কো ও কিয়েভ উভয়েই পরস্পরকে দায়ী করে আসছে।

বৃহস্পতিবারের বৈঠকের আগে জেলেনস্কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে রাশিয়ার ‘ইচ্ছাকৃত’ হামলার সমালোচনা করেন।