ভারতের আদানি এখন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী

ভারতীয় ধনকুবের গৌতম আদানির উত্থান চলছেই। শুক্রবার বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন ভারতের আদানি গ্রুপের এই চেয়ারপারসন।
ফোর্বসের তালিকা অনুযায়ী, আদানির সম্পত্তির পরিমাণ প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পাওয়ায় বার্নার্ড আর্নল্ট ও আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে ছাড়িয়ে গেছেন তিনি।

ফোর্বসের তাৎক্ষণিক সম্পদের তালিকা অনুযায়ী, আজ শুক্রবার (আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী) বিশ্বে সবচেয়ে বেশি ফুলেফেঁপে উঠেছেন আদানি। তাঁর সম্পদের পরিমাণ বেড়েছে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার। ফলে আদানির মোট সম্পদের পরিমাণ ১৫৫ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারে উঠেছে।