রাজধানীর বনানীতে বিএনপির কর্মসূচি শেষে ফেরার পথে হামলায় আহত হয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা সেলিমা রহমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও তাবিথ আউয়াল। শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বনানীর কাকলীতে মোমবাতি প্রজ্জ্বলনের এই কর্মসূচি পালন করে। কামাল আতাতুর্ক এভিনিউ সড়কের এক পাশে মোমবাতি হাতে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন নেতা-কর্মীরা।
আহতদের মধ্যে তাবিথ আউয়ালকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থায়ী কমিটর সদস্য সেলিমা রহমান ও মোয়াজ্জেম হোসেন আলালকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।