যশোরের ঝিকরগাছায় অবৈধভাবে সার বিক্রির সময় ১৪ বস্তা ইউরিয়াসহ টিএসপি  জব্দ

যশোরের ঝিকরগাছা উপজেলার বাজারে অবৈধভাবে সার বিক্রির সময় ১৪ বস্তা ইউরিয়া ও ১ বস্তা টিএসপি সার জব্দ করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় থানা পুলিশ এবং কৃষি বিভাগ এসব সার জব্দ করেছে।

গতকাল শরিবার দুপুরে ঝিকরগাছা বাজারের ফুড গোডাউনের পাশে অবস্থিত বিসিআইসি’র নির্ধারিত ডিলার মুকুল ট্রেডার্স থেকে নসিমনে সার বোঝায় করে বিক্রি করা হচ্ছে দেখে স্থানীয় জনগনের সন্দেহ হয়। তারা নছিমন আটকে রেখে পুলিশকে খবর দেয়। এসময় মুকুল ট্রেডার্স ৯ বস্তা এবং মেসার্স নুরুজ্জামান খাঁন থেকে ৬ বস্তা সার বিক্রি উদ্বার করেন।

এব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, কোনো ডিলার এভাবে সার বিক্রি করতে পারে না। শুধুমাত্র কৃষক এবং সাব ডিলারের কাছেই সার বিক্রি করার অনুমতি আছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্তের নির্দেশে এস আই শাহিনের নেতৃত্বে পুলিশের একটি দল উক্ত সার জব্দ করে সিলগালা করে রাখা হয়েছে।