সাব্বির ওপেন করবে, শুনে অবাক হয়েছিলাম: পাপন

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এখন নিয়মিত ইনিংস উদ্বোধন করছেন দুজন। তাদের কেউই স্বীকৃত ওপেনার নন।

সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ বড় কোনো সাফল্যও এনে দিতে পারেননি জুটি বেঁধে। বিশেষত সাব্বির রহমান তার প্রতি আস্থার প্রতিদান দিতে পারছেন না একদমই।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ সিরিজের প্রথম ম্যাচে করেন শূন্য রান, দ্বিতীয়টিতে করতে পেরেছেন ১২ রান। এই ব্যাটাররাই কি বিশ্বকাপে উদ্বোধন করবেন? এ নিয়ে নিজের মত জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলছেন, সাব্বিরকে ওপেনিংয়ে দেখে অবাক হয়েছিলেন। চূড়ান্ত ফয়সালা নিউজিল্যান্ডে হবে বলেও জানান পাপন।

তিনি বলেছেন, ‘আসলে ওপেনিংয়ে এগুলো সব ট্রাই করছে তারা। সাব্বিরের ওপেনিংয়ে নামার কথা শুনে আমি অবাক হয়েছিলাম। কারণ ওকে তো দেখি নাই ওপেন করতে। নিউজিল্যান্ডে গিয়ে আরও কিছু ট্রাই করবে। এরপর ঠিক করবে। বিশ্বকাপে এবার যে দল খেলবে এটাকে আমরা কন্টিনিউ করবো তা না, এক বছর পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত। ’

তাহলে কি বিকল্প নেই? বিসিবি সভাপতির জবাব, ‘অপশন সীমিত হওয়ার কোন ব্যাপার না, এই যে এত খেলোয়াড়। এতদিন শুনতাম পাইপলাইনে ক্রিকেটার নেই। এবার তো সাকিবও খেললো না। নতুন কোচ এসে দেখতে চাচ্ছে। সবাইকে ট্রাই করতে চাচ্ছে। ওই সময় লিটন-রাব্বি-সোহান ইনজুরড ছিল, অপশন ছিল না। তো অন্যরা খেলেছে ওদের দেখে মনে হয়েছে ওদের ভবিষ্যত আছে। ’

‘এখন সৌম্য এবং শান্তর কথা বললে একটা কমন জিনিস আমাদের দেশে যেটা হয় যে লেফট-রাইট অপশন। তামিম যেহেতু খেলছে না তাহলে এই দুই অপশনই আছে। এখন যদি লেফট-রাইট অপশনে খেলাতে হয় তাহলে অভিজ্ঞতার বিচারে সৌম্য এগিয়ে। কিন্তু সে তো এতদিন আমাদের জাতীয় দলের সঙ্গেই নেই। হঠাৎ করে কিভাবে খেলবে। এদিকে টেস্টে অভিজ্ঞতা আছে শান্তর। এই অভিজ্ঞতার দিক থেকে কিছুটা লোড সঙ্গে রাখা হলো। এখন অস্ট্রেলিয়ায় যদি অভিজ্ঞতার দরকার হয় তাহলে এই অপশন রইল এই আরকি। ’