সংসদ বসছে ৩০ অক্টোবর

চলমান একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন আগামী ৩০ অক্টোবর রোববার শুরু হচ্ছে। ওই দিন বিকাল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন বসবে।

বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ১ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়।

করোনা পরিস্থিতির কারণে অতীতের মতো এবারো স্বাস্থ্যবিধি মেনে চলবে অধিবেশন। যাদের কোভিক পরীক্ষায় নেগেটিভ সনদ থাকবে, তারাই অধিবেশনে যোগ দিতে পারবেন। এজন্য অধিবেশনের আগে সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

এবারের অধিবেশন কতদিন চলবে- তা ঠিক হবে অধিবেশন শুরুর দিন অনুষ্ঠিতব্য কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে। তবে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের মতে, নিয়ম রক্ষার এই অধিবেশনের মেয়াদ পাঁচ থেকে সাত কার্যদিবস হতে পারে।