ব্রুনাইয়ের সুলতানের ঢাকা ত্যাগ

আজ সোমবার সকালে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন ব্রুনাই দারুসসালামের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ – বাসস
আজ সোমবার সকালে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন ব্রুনাই দারুসসালামের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ – বাসস

ব্রুনাই দারুসসালামের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ বাংলাদেশে তার তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে আজ সোমবার সকালে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুলতানকে বিদায় জানান।

সুলতান ও তার সফরসঙ্গীদের বহনকারী রয়্যাল ব্রুনাই এয়ারলাইন্সের বিশেষ ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টা ২৫ মিনিটে বিমানবন্দর ছেড়ে যায়।