যশোরে ভাই কর্তৃক ভাইয়ের জমি দখল-মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

যশোরে জমিজমা সংক্রান্ত সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভাইঝি,ভাবী ও বড় ভাই। গতকাল মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে সোহানী হাসান তিথী তার লিখিত বক্তব্য বলেন আমার পিতার উপশহরে বাড়ি আছে। ঐ বাড়ির অংশীদার আমার পিতা।

আমার পিতার অনুমতি ছাড়া ভোগ দখল করছে আমার চাচা এবং ঐ বাড়িতে আমার পিতা উপস্থিত হলে চাচা আবুল কাশেম চাচি নুপুর ও তার সাঙ্গপাঙ্গরা বিভিন্নভাবে ভয় দেখায় এবং শারিরীকভাবে বেধড়ক মারধর করে এবং বের করে দেয়। আমার পিতা সম্পত্তির অংশ দাবী করলে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। ইতিপূর্বে আমার পিতা ছোট চাচাকে বিভিন্ন সমযে ভয়ে চাদা হিসেবে ৭০ হাজার টাকা দিয়েছে।

লিখিত বক্তব্য বরেন,আমার পিতা বীর মুক্তিযোদ্ধা এইচ এম তরিকুল্লাহকে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় ছোট চাচা আবুল কাশেম নোটন ও তার স্ত্রী নুপুর তাদের বাড়ির সামনে গেটের কাছে গতিরোধ করে। সেখানে আমার অসুস্থ্য পিতাকে তারই চলার জন্য ছড়ি কেড়ে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। তিনি মারপিটের এক পর্যায় মাটিতে পড়ে গেলে তাকে গলাটিপে হত্যার চেষ্টা করা হয়। লিখিত বক্তব্যে তিথি আরো বলেন, আমার পিতা মারপিটের কারনে মাটিতে পড়ে গেলে ছোট চাচী তার পিতার পকেট হতে ২৫০০ টাকা কেড়ে নেয়। এ ঘটনায় ২৪ অক্টোবর আমার মাতা রেহেনা সুলতানা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

পুলিশ মামলার আসামী আবুল কাশেমকে আটক করে। তিনি আটকের পর থানা থেকে বাদীর পরিবার বাড়ি ফেরার পথে ৪ জন অজ্ঞাতনামা দেখে নেয়ার হুমকী দেয়। সাংবাদিক সম্মলনের মাধ্যমে তিথী দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান। সম্মলনে সোহানী হাসান তিথী ছাড়াও,তার অসুস্থ্য পিতা বীর মুক্তিযোদ্ধা এইচএম তরিকুল্লাহ,মাতা রেহেনা সুলতানা উপস্থিত ছিলেন।