বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসী দাঁতভাঙা জবাব দিবে : এস এম কামাল

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসী দাঁতভাঙা জবাব দিবে। দেশের জনগণ বিএনপির লুটপাট, আগুন সন্ত্রাসে ফিরে যেতে চায় না।

আজ পাবনা সাঁথিয়ায় জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা এমপি ও সৈয়দ আব্দুল আউয়াল শামীম। সঞ্চালনা করেন সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান।
এসএম কামাল বলেন, বিএনপি একটি সন্ত্রাসী, জঙ্গি, দুর্নীতিবাজ, ভোট চোর ভোট ডাকাত, স্বাধীনতা বিরোধী, খুনিদের সংগঠন। জিয়া থেকে খালেদা জিয়া ২৮ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল, বাংলাদেশের মানুষের কোন ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। মানুষকে বিদ্যুৎ দিতে পারে নাই, সার দিতে পারে নাই , কৃষককে গুলি করে হত্যা করেছিল, বাংলাদেশের গুম খুনের রাজ্যে পরিণত করেছিল, অকার্যকর রাষ্ট্রে পরিণত করে ছিল।