জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর আশ্বাসে অধিবেশনে যোগ দেবেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা।
সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এক নির্দেশনায় দলের সব সংসদ সদস্যকে অধিবেশনে যোগ দিতে নির্দেশ দিয়েছেন।
এর আগে গতকাল দলীয় চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত অধিবেশনে অংশ নেবে না বলে সংসদ বর্জনের ঘোষণা দেয় জাতীয় পার্টি (জাপা)।
এ বিষয়ে রোববার রাতে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু সমকালকে বলেন, ‘সংসদীয় দল জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করেছে। কিন্তু স্পিকার দুই মাসেও তাঁকে স্বীকৃতি দেননি। স্পিকারের কার্যালয় বলছে, রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা। জিএম কাদের আমাদের নেতা। আমরা তাহলে কার নেতৃত্বে সংসদে যাবো?’
এর আগে জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত জাতীয় পার্টির এমপিরা সংসদে যাবেন না। রোববার বিকেলে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জিএম কাদেরের সভাপতিত্বে জাপার সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।