দেখতে দেখতে শেষ হওয়ার পথে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। আগামী রোববার পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ নিয়ে পর্দা নামবে এবারের আসরের। তবে মেলবোর্নের ফাইনালে আছে বৃষ্টির শঙ্কা। এমনকি বৃষ্টির বাগড়ায় ম্যাচ ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা যাচ্ছে।
অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিসের তথ্যমতে, রোববার মেলবোর্নে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ৯৫ শতাংশ। ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে। স্থানীয় সময় এদিন সন্ধ্যায় উত্তরপূর্ব দিক থেকে ঘণ্টায় ১৫ থেকে ২৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
যদি বৃষ্টির কারণে রোববার ম্যাচটি শেষ করা সম্ভব না হয়, তাহলে রিজার্ভ ডে সোমবারে খেলা অনুষ্ঠিত হবে। অবশ্য বৃষ্টির শঙ্কা আছে ওই দিনও। সে দিন প্রায় ৯৫ শতাংশ বৃষ্টির পূর্বাভাস, হতে পারে ৫ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত।
বিশ্বকাপের শর্ত অনুযায়ী নকআউটের ম্যাচে দুই দলের প্রতি ইনিংস ১০ ওভার করে খেলা হলেই সেটাকে ম্যাচ হিসেবে ধরা হবে। যেটা গ্রুপপর্বে ছিল পাঁচ ওভার করে। কিন্তু খেলা রিজার্ভ ডেতে গেলে সেখানে পুরো ম্যাচটিই অনুষ্ঠিত হতে হবে। রোববারের জন্য বাড়তি ৩০ মিনিট বরাদ্দ থাকবে, অন্যদিকে রিজার্ভ ডে’তে থাকবে অতিরিক্ত ২ ঘণ্টা।
বৃষ্টির কারণে যদি ম্যাচটি পরিত্যাক্ত হয়, তাহলে ট্রফি ভাগাভাগি করে নিতে হবে পাকিস্তান ও ইংল্যান্ডকে। বড় টুর্নামেন্টের ফাইনাল ভেস্তে যাওয়ার ঘটনা আগেও ঘটেছে। বৃষ্টির কারণে ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ভাগাভাগি হয়েছিল।