নেতা-কর্মীদের গ্রেফতারের ঘটনায় যশোর জেলা ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

jessore bnp map

যশোরের কেশবপুর উপজলা শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আজিজুর রহমান আজিজ, যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মোঃ রাশেদুল ইসলাম এবং মনিরামপুর উপজেলার অন্তর্গত ১ং রোহিতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন পিন্টুকে আটক করে মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে, আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

নেতা কর্মীদের গ্রেফতারের ঘটনায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদজ্ঞাপনপূর্বক অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন যশোর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ নেওয়াজ ইমরান।

আজ রোববার এক বিবৃতিতে নেতৃত্রয় বলেন, সারা দেশ যখন আজ ফ্যাসিস্ট সরকারের উপর ফুঁসে উঠেছে, দেশব্যাপী গণ-অভ্যুত্থান চলমান, তখন পুলিশ নিজেদের শপথ ভঙ্গ করে প্রজাতন্ত্রের কর্মচারী থেকে জনসমর্থনহীন ফ্যাসিবাদী সরকারের রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছে। গণতন্ত্র পুনরোদ্ধারের পথকে অবরুদ্ধ করতে হামলা-মামলা-গ্রেফতারের পথ বেঁছে নিয়েছে৷

তবে হামলা-মামলা-জেল-জুলুম-নির্যাতন চালিয়ে কখনই গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী সিপাহীদের সাহসী পদযাত্রাকে রুখে দেওয়া যায় না। দমন-পীড়নের মাত্রা যত বেশি হবে নেতা-কর্মীদের মনোবল তত বেশি ইস্পাত কঠিন আকারে রূপ নেবে। রাতের আঁধার যত গভীর হয়, ভোরের সোনালী আলো ততই সন্নিকটে। অচিরেই গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নির্যাতিত নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধে ভেসে যাবে নব্য বাকশালী স্বৈরাচারেরর সকল ষড়যন্ত্র, জিয়া পরিবারের নেতৃত্বে চলমান গণ-আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের আকাশে উদিত হবে গণতন্ত্রের স্বাধীন সূর্য, এটাই চলমান আন্দোলনে সকলের অঙ্গীকার।