যশোরে জমি নিয়ে প্রতিবেশী নারীপুরুষের সন্ত্রাসী কর্মকান্ডে থানায় মামলা

জমি জায়গা নিয়ে প্রতিবেশী নারী পুরুষ গালিগালাজের এক পর্যায় হামলা চালিয়ে একই পরিবারের ৫জনকে জখম ও স্বর্ণের চেইন ছিনিয়ে নারীদের শ্লীলতাহানীর ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ হামলাকারী পিতা ইসহাক আলী ও তার ছেলে আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে।

মামলাটি করেন, সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রমিজ উদ্দীন। মামলায় আসামীরা হচ্ছে, একই গ্রামের মৃত মুরাদ আলীর ছেলে জিয়া,ইসহাক ও নিছার আলী, ইসহাকের ছেলে আলমগীর, নিছার আলীর ছেলে বাবু,ঝাউদিয়া গ্রামের ফোকর আলীর ছেলে মাহাবুব, ইসহাকের মেয়ে মোছাঃ ময়না বেগমসহ অজ্ঞাতনামা ৩/৪জন।

মামলায় রমিজ উদ্দীন উল্লেখ করেন, বিবাদীরা বাদির প্রতিবেশী এবং তারা অস্ত্রধারী সন্ত্রাসী প্রকৃতির লোক। তাদের সাথে অনেক দিন পূর্ব হতে বাদির পরিবারের জমি জায়গা বিষয়ে বিরোধ নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছে। বাদির পরিবারকে শায়েন্ত্রা জন্য তারা ষড়যন্ত্র করতে থাকে।

এক পর্যায় গত ২ ডিসেম্বর দুপুর ২ টায় ঝাউদিয়া নামক গ্রামে বাদির বাড়িতে অবস্থানকালে বিবাদীরা বেআইনী জনতাবদ্ধে হাতে লোহার রড, জিআপাইপ, এস.এস. পাইপ,ধারালো গাছী দাও,চাকু,লোহার সাবলসহ দেশীয় অস্ত্র সহকারে বাদিদের বাড়িতে অনধিকার প্রবেশ করে যশোর সদর কোর্টে চলমান মামলা নং ১৯৪১/১৭ প্রত্যাহারের চাপ সৃষ্টিসহ বাদিকে উদ্দেশ্যে করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন বাদির ছোট ভাই শাহিনুর (৩৫) প্রতিবাদ করলে ইসহাকের হুকুমে জিয়া হাতে ধারালো গাছীদা নিয়ে গালিগালাজ করতে তাকে। গালিগালাজের প্রতিবাদ করলে শাহিনুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। বাদির অপর ছোট ভাই বাদল হোসেন (৩৭) ঠেকাতে এলে ইসহাক হাতে ধারালো অস্ত্র দিয়ে বাম হাতের কব্জায় ও বাহুতে কোপ মেরে গুরুতর জখম করে।

ছোট ভাইয়ের বৌ মোছাঃ রুমা বেগম (৩২) ঠেকাতে এলে আলমগীর হোসেন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তখন বাদির ভাইপো টনি হাসান (২০) ঠেকাতে এলে বাবু হাতের লোহার রড দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। বাদির আরে এক ছোট ভাই মিজান (২৮) ঠেকাতে আসলে একযোগে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। বাদির ছোট ভাইয়ের বৌ মোছাঃ রুমা বেগম পরনে থাকা শাড়ী কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটায়।

সাথে সাথে আসামীরা বাদির বাড়ি ভাংচুর করে ৩০ হাজার টাকা ক্ষতি সাধণ করে। এ সময় ছোট ভাইয়ের বৌ মোছাঃ রুমা বেগমের পরনের শাড়ী কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটায়। রুমা বেগমের গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন জিয়া কেড়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।