যশোরে গাঁজার গাছসহ যুবক গ্রেফতার

jessore atok map

সাত ফুট লম্বা গাঁজার গাছ নিয়ে অবস্থানকালে পুলিশ আরিফ খান (২২) নামে এক যুবককে গ্রেফতার করলেও তার সহযোগী ফিরোজ ও হারুন পুলিশ চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে বলে অভিযানে থাকা পুলিশের এএসআই মহসিন আলী স্বীকার করেছেন। গ্রেফতারকৃত আরিফ খান ভোলা জেলার সদর উপজেলার উত্তর দিঘলদি গ্রামের বর্তমানে যশোর শহরের লোন অফিসপাড়া সমাজ সেবা অফিসের সামনে মোছাঃ সাফিয়া বেগম এর বাড়ির ভাড়াটিয়া ওয়াজেদ খানের ছেলে।

পুলিশের চোখ ফাঁকী দিয়ে কৌশলে পালিয়ে যান ভোলা জেলার সদর উপজেলার রাড়ির হাট গ্রামের বর্তমানে যশোর শহরের বড় বাজার গোবিন্দ ভান্ডারের লেবার আশরাফের ছেলে ফিরোজ ও একই এলাকার বর্তমানে বড় বাজার আলমগীরের ভান্ডারের লেবার মোফাজ্জেলের ছেলে হারুন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

সদর পুলিশ ফাঁড়ীর এএসআই মহসীন আলী বাদি হয়ে সোমবার রাতে কোতয়ালি মডেল থানায় মাদক মামলায় উল্লেখ করেন, সোমবার বিকেলে শহরের আরএনরোডে অবস্থানকালে গোপন সূত্রে খবর পান শহরের বড় বাজার কালীবাড়ি পিছনে (পশ্চিম পাশের্^) নদীর পাড়ে গাঁজার গাছ নিয়ে কতিপয় ব্যক্তি অবস্থান করছে।

ওই সংবাদের ভিত্তিতে সেখানে অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিতি হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ফিরোজ ও হারুন কৌশলে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় গাঁজার গাছসহ সেখানে পালানোর চেষ্টার সময় আরিফ খানকে গ্রেফতার করে। আরিফ খানের দখল হতে উদ্ধারকৃত সবুজ রংয়ের গাঁজার গাছ লম্বা অনুমান ৭ফুট বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আরিফ খানকে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে সোপর্দ করে।