নিহত মকবুল রাজনীতি করতেন না, দাবি পরিবারের

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গুলিতে নিহত মকবুল হোসেন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বলে দাবি করেছে তার পরিবার।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী হালিমা খাতুন শিশু সন্তান মিথিলাকে (৭) নিয়ে মুকবুলের মরদেহ শনাক্ত করতে এসে এমন দাবি করেন।

হালিমা খাতুন জানান, তারা মিরপুর ১১ এর বাউনিয়ায় লালমাটি এ ব্লকের টিনশেড কলোনিতে থাকেন। তার স্বামী মকবুল স্থানীয় একটি পুঁতি-বুটিকের কারখানায় হাতের কাজ করতেন। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না

তিনি জানান, সকালে মকবুলকে তার এক বন্ধু ডেকে নিয়ে যায়। পরে খবরে জানতে পারেন তার স্বামী মারা গেছেন। পরে হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেন।

মকবুলের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়। তার বাবা মৃত আবদুস সামাদ। মকবুলরা চার বোন তিন ভাই। তিনি ভাইদের মধ্যে সবার ছোট।