ঝিনাইদহে উইমেন্স ক্লাবের আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

ঝিনাইদহে উইমেন্স ক্লাবের আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উইমেন্স ক্লাব ঝিনাইদহের আয়োজনে সোমবার সন্ধ্যায় ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উইমেন্স ক্লাবের সভাপতি আফসানা আক্তার শিউলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা সেলিম।সেসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি ,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত,ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ ,উইমেন্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন সেতু,সাংগঠনিক সম্পাদক মৌ চৌধুরীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, বেগম রোকেয়ার কর্ম ও আদর্শকে সামনে রেখে সমাজ উন্নয়নে কাজ করতে নারীদের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে উইমেন্স ক্লাবের দুই সদস্য ফারহানা রেজা আনজু ও সুফিয়া বেগমকে সম্মাননা প্রদাণ করা হয়।