আগামী সপ্তাহে শেষ হচ্ছে সু চির বিচারকাজ

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচির বিরুদ্ধে বিচারকাজ শেষ পর্যায়ে রয়েছে। ১৮ মাসব্যাপী চলমান বিচারের চূড়ান্ত শুনানি আগামী সপ্তাহে শেষ হবে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানে সু চি সরকারের পতন ঘটে। এরপর থেকে সামরিক সরকারের হাতে চলছে দেশ। সু চি সেনাবাহিনীর হাতে বন্দী। ইতোমধ্যে তাকে ১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। সেগুলোর মধ্যে দুর্নীতি থেকে শুরু করে অবৈধভাবে ওয়াকি-টকি রাখা এবং কোভিড বিধি-নিষেধ লঙ্ঘন করার মতো অপরাধ আছে।

খবরে বলা হয়েছে, সামরিক জান্তার আদালত আগামী ২৬ ডিসেম্বর দুর্নীতির অবশিষ্ট পাঁচটি অভিযোগে উভয় পক্ষের ‘চূড়ান্ত যুক্তি’ শুনবে। দেশটিতে দুর্নীতির অভিযোগে সর্বোচ্চ ১৫ বছরের জেল হয়।