ঢাকা টেস্ট জমিয়ে তুলল সাকিবরা

ভারতের বিপক্ষে ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে চার উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক বাংলাদেশ। কিন্তু দিনশেষে স্বল্প পুঁজি নিয়েই এখন ঢাকা টেস্ট জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

১৪৫ রানের লক্ষ্যে ৪র্থ ইনিংসে ব্যাট করতে নামা ভারতকে ব্যাটিং বিপর্যয়ের মুখে ফেলেছেন টাইগার স্পিনাররা। মাত্র ৪৫ রানের মধ্যে তুলে নিয়েছেন সফরকারীদের ৪ উইকেট। দিনের শেষ উইকেট হিসেবে ফিরেছেন বিরাট কোহলি।

তৃতীয় দিন শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ২য় ইনিংসে তুলেছে ৪৫ রান। জয়ের জন্য তাদের এখনো প্রয়োজন ঠিক ১০০ রান। বাংলাদেশের চাই ৬ উইকেট।

শেষ সেশনে রান তাড়া করতে নামা ভারত ইনিংসের প্রথম ওভারে দুবার সম্ভাবনা তৈরি করেছিলেন সাকিব। প্রথম বলেই গিলের বিপক্ষে এলবিডব্লুর জন্য নেওয়া রিভিউ অবশ্য সফল হয়নি, শেষ বলে আবার শর্ট লেগে মুমিনুল নিতে পারেননি রাহুলের ক্যাচ। তবে পরের ওভারে এসেই উল্লাসে মাতেন সাকিব। তার বেরিয়ে যাওয়া বলে আউটসাইড-এজড হন ভারত অধিনায়ক রাহুল, উইকেটের পেছনে নুরুল নেন ভালো ক্যাচ।

 

অষ্টম ওভারে দুই ডানহাতির সামনে এসেই সফল হন মিরাজ। সামনে এসে খেলার চেষ্টা করা পূজারার ব্যাটের কানায় লেগে বলটি বাউন্স করেছিল নুরুলের গ্লাভসে যাওয়ার আগে। স্টাম্প ভেঙেও ঠিক উৎসাহী ছিলেন না নুরুল, তবে পূজারা ছিলেন ক্রিজের বাইরেই।

 

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ২২৭/১০

ভারত ১ম ইনিংস: ৩১৪/১০

 

বাংলাদেশ ২য় ইনিংস: ৭০.২ ওভারে ২৩১/১০ (শান্ত ৫, জাকির ৫১, মুমিনুল ৫, সাকিব ১৩, মুশফিক ৯, লিটন ৭৩, মিরাজ ০, সোহান ৩১, তাসকিন ৩১*, তাইজুল ১, খালেদ ৪; উমেশ ১/৩২, অশ্বিন ২/৬৬, উনাদকাট ১/১৭, সিরাজ ২/৪১, আকসার ৩/৬৮)।

 

ভারত ২য় ইনিংস: ৪৫/৪।