যশোরে ইরফান ফারাজী হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

যশোর শহরের খড়কি এলাকায় যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করা ছাত্র ইরফান ফারাজী হত্যাকা-ে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

যশোর শহরের খড়কি এলাকারস্থানীয় কাউন্সিলর রাজিবুল আলমের নেতৃত্বে নারী-পুরুষ সহ বিভিন্ন বয়সের সহস্রাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

এসময় তারা বলেন, ইরফান ফরাজী এলাকায় অতি নম্রভদ্র ছেলে হিসেবে পরিচিত। জানা মতে তার সাথে কারো কোন শত্রুতা ছিলনা। কিন্তু গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে তার পিতার ফারাজি স্টোর নামে দোকানে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করেছে পুলিশ। অথচ ঘটনার পর চার দিন অতিবাহিত হতে চললেও এখনো পুলিশ কাউকে আটক করতে পারিনি। এ অবস্থায় জড়িতদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে।