যশোরে জমি দখল নিয়ে হামলার ঘটনায় মামলা

সদর উপজেলার সিরাজসিঙ্গা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে চিহ্নিত সন্ত্রাসীরা ৫লাখ টাকা চাঁদা দাবি করে বাড়িতে হামলা চালিয়ে মারপিটসহ নগদ ২লাখ টাকাসহ মূল্যবার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলাটি করেন, সিরাজসিঙ্গা গ্রামের খোদা বক্সের ছেলে মাসুদ রানা।

মামলায় আসামী করেছেন, ১৫জনকে। এরা হচ্ছে,সদর উপজেলার সিরাজসিঙ্গা গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে আব্দুল ওহাব,রেজাউল করিম, বোন নার্গিস খাতুন, একই এলাকার গোলাম রব্বানীর ছেলে রিপন আক্তার,সহোদর সোহাগ হোসেন, মৃত শরীয়তুল্লাহ গাজীর ছেলে গোলাম রব্বানী,সহোদর আব্দুল কাদের,গোলাম মোস্তফা,আব্দুল কাদের এর ছেলে মারুফ, সিরাজুলের ছেলে হৃদয়, আব্দুল আজিজের ছেলে ফারুক হোসেন ডাবলু, মৃত ইউনুস আলীর ছেলে রবিউল ইসলাম, রাজ আলীর ছেলে তোতা, গোলাম মোস্তফার ছেলে নুর নাহার ও আব্দুর কাদের এর স্ত্রী খাদিজাসহ অজ্ঞাতনামা ১০/১৫জন।

মামলায় বাদি উল্লেখ করেন, আসামীরা সিরাজসিঙ্গা মৌজায় বাদির পিতা কর্তৃক ক্রয়কৃত ৩.১৪ শতক জমি জবরদখলের জন্য দীর্ঘদিন যাবত ষড়যন্ত্র করে আসছে।

তারা বাদির পিতার জমিতে লাগানো বিভিন্ন ফলজ গাছ কেটে নেওয়াসহ ৫লাখ টাকা চাঁদাদাবি করে। এ ঘটনায় বিজ্ঞ আদালতে বাদি একটি মামলঅ করেন। উক্ত মামলা চলমান থাকা সত্বেও আসামীরা গত ২৭ ডিসেম্বর আসামীরা বাদির বাড়িতে ঢুকে বাদির হাতে থাকা ব্যাগে রক্ষিত নগদ ২লাখ টাকা ও মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নিয়ে তারা নারকীয় কর্মকান্ড চালায়। পরে পুলিশ পরবর্তীতে ঘটনা হেফাজতে গ্রহন করেন।